Tuesday, November 18, 2025
Homeজাতীয়গবেষণাভিত্তিক বই যুগের দৃষ্টিপাত

গবেষণাভিত্তিক বই যুগের দৃষ্টিপাত

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন বলেছেন, গবেষণাভিত্তিক বই জ্ঞান ও চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করে

ধর্ম বিষয়ক উপদেষ্টা এফএম খালিদ হোসেন বৃহস্পতিবার বলেছেন, গবেষণাভিত্তিক বই যুগের দৃষ্টিপাত। তিনি বলেন, “জ্ঞান মানব সভ্যতার চালক শক্তির একটি অংশ। জ্ঞান অর্জন, সমৃদ্ধি এবং সম্প্রসারণের অন্যতম প্রধান মাধ্যম হলো গবেষণা, আর গবেষণাভিত্তিক বই সেই যুগের প্রদীপ।”

এই মন্তব্য তিনি বেইতুল মুকররম জাতীয় মসজিদের পূর্ব দরজায় চলমান ইসলামিক বই মেলায় “মডার্ন থটস অ্যান্ড ডকট্রিনস” শীর্ষক বইটির কভার উন্মোচন অনুষ্ঠানে বলেন। বইটির রচয়িতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আহমদ আলী।

খালিদ হোসেন বলেন, গবেষণাভিত্তিক বই লেখার মাধ্যমে লেখক তাদের অনুসন্ধান, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং ভাবনাগুলো উপস্থাপন করেন, যা জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে এবং বুদ্ধিমত্তার ভাণ্ডার সমৃদ্ধ করে। তিনি আরও বলেন, “যে কোনও গবেষণাভিত্তিক বই কেবল বই নয়, এটি সেই যুগের প্রতিচ্ছবি এবং ভবিষ্যতের প্রদীপ।”

উপদেষ্টা আরও উল্লেখ করেন, গবেষণার মূল উদ্দেশ্য অজানা আবিষ্কার এবং বিদ্যমান জ্ঞানের সীমা প্রসারিত করা। গবেষণাভিত্তিক কাজ পাঠকের মধ্যে নতুন জ্ঞান পৌঁছে দেয় এবং নতুন প্রজন্মের চিন্তাশীলতা ও জটিল সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধি করে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকিব মুহাম্মদ নসরুল্লাহ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস সালাম খান। বইটির রচয়িতা অধ্যাপক আহমদ আলীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

দুই খণ্ডের বইটি বাংলাদেশ ইসলামিক ল অ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার থেকে প্রকাশিত। বইটি ইসলামী দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আধুনিক চিন্তাধারা এবং মতবাদ বিশ্লেষণ করে।

RELATED NEWS

Latest News