আন্তর্জাতিক ডেস্ক ২৮ জানুয়ারি ২০২৬
রেগে সংগীতের কিংবদন্তি ড্রামার স্লাই ডানবার আর নেই। সোমবার সকালে জ্যামাইকার কিংস্টনে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
স্লাই ডানবারের স্ত্রী থেলমা জ্যামাইকান সংবাদপত্র ‘দ্য গ্লিনার’-কে জানান, সোমবার সকাল ৭টার দিকে তিনি ডানবারকে বিছানায় নিথর অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে। তবে মৃত্যুর আগের দিনটি বন্ধুদের সঙ্গে বেশ ভালোই কাটিয়েছিলেন এই সংগীতশিল্পী।
লোয়েল ফিলমোর ডানবার হিসেবে জন্ম নেওয়া এই শিল্পী কিংস্টনের টিনের কৌটা বাজিয়ে ড্রাম শিখতে শুরু করেন। লয়েড নিবস এবং স্ক্যাটালাইটসদের টেলিভিশনে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। পরবর্তীতে সত্তর ও আশির দশকে রেগে সংগীতকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যেতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।
স্লাই ডানবার সবচেয়ে বেশি পরিচিত ছিলেন প্রযোজক জুটি ‘স্লাই অ্যান্ড রবি’র অর্ধাংশ হিসেবে। বেসিস্ট রবি শেক্সপিয়রের (যিনি ২০২১ সালে মারা যান) সঙ্গে মিলে তিনি পিটার তোশ, ব্ল্যাক উহুরু এবং গ্রেস জোন্সের মতো তারকাদের জন্য যুগান্তকারী সব হিট গান উপহার দিয়েছেন। শুধু রেগে নয়, বব ডিলান, ম্যাডোনা, সিনিয়াড ও’কনর এবং জো ককার এর মতো পপ ও রক তারকাদের সঙ্গেও কাজ করেছেন তিনি।
বব মার্লের বিখ্যাত গান ‘পাঙ্কি রেগে পার্টি’ এবং ডেভ ও অ্যানসেল কলিন্সের ‘ডাবল ব্যারেল’ এর মতো কালজয়ী ট্র্যাকে তার ড্রামের কাজ শ্রোতাদের মুগ্ধ করেছে। ১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ট্যাক্সি রেকর্ডস’, যার মাধ্যমে শ্যাগি এবং বিনি ম্যানের মতো নতুন প্রজন্মের জ্যামাইকান শিল্পীরা উঠে আসেন।
সংগীত জগতের অন্যতম পরিশ্রমী এই শিল্পী তার ক্যারিয়ারে প্রায় ২ লাখের বেশি রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন বলে ধারণা করা হয়। প্রখ্যাত প্রযোজক ব্রায়ান ইনো একবার বলেছিলেন, ‘যখন আপনি কোনো রেগে রেকর্ড কিনবেন, তার ৯০ শতাংশ সম্ভাবনা থাকে যে সেখানে ড্রামার হিসেবে স্লাই ডানবার আছেন।’
তার মৃত্যুতে ব্রিটিশ ডিজে ডেভিড রডিগান তাকে ‘প্রকৃত আইকন’ এবং ‘সর্বকালের শ্রেষ্ঠ ড্রামারদের একজন’ হিসেবে অভিহিত করে শ্রদ্ধা জানিয়েছেন।
