ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ২৩:৪৪
স্পোর্টস ডেস্ক
লা লিগার শিরোপার লড়াইয়ে নাটকীয় মোড়! মায়োর্কার বিপক্ষে প্রায় ড্র নিশ্চিত ভেবে বসেছিল অনেকেই। বার্সেলোনা সমর্থকরা তো প্রস্তুতিই নিচ্ছিলেন শিরোপা উৎসবের। কিন্তু শেষ মিনিটে সবকিছু ওলটপালট করে দিলেন রিয়াল মাদ্রিদের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামোন।
বুধবার রাতে সান্তিয়াগো বার্নাবেউয়ে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে মায়োর্কাকে। ম্যাচের ৯৫ মিনিটে রামোনের দারুণ গোলে জয় নিশ্চিত করে তারা। এই জয়ে বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান দাঁড়াল চার। অর্থাৎ বার্সেলোনাকে এখন অপেক্ষা করতে হবে এসপানিওলের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে জয়ের জন্য।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় মায়োর্কা
ম্যাচের ১১তম মিনিটেই চমক দেখায় মায়োর্কা। মার্টিন ভালিয়েন্ত রিয়াল রক্ষণের ফাঁক গলে গোল করেন। থিবো কোর্তোয়া তার ২০০তম লা লিগা ম্যাচে গোলটি ঠেকাতে ব্যর্থ হন। রিয়াল দলে চোটের কারণে ছিলেন না ভিনিসিয়ুস, রদ্রিগোসহ আরও কয়েকজন তারকা। তবু এমবাপে ও বেলিংহ্যামের নেতৃত্বে তারা চাপ তৈরি করে চলছিল।
এমবাপে ফিরলেন গোলে, রোমান ছিলেন দেয়াল
৬৮ মিনিটে কিলিয়ান এমবাপে দুর্দান্ত নিচু শটে সমতাসূচক গোলটি করেন। এটি ছিল মৌসুমে তার ৪০তম গোল। তবে এরপরও ম্যাচে ছিল উত্তেজনা। মায়োর্কার মাতেউ মোরে একবার একদম কাছ থেকে সুযোগ নষ্ট করেন, কোর্তোয়া দারুণ সেভ করেন। আর একবার এমবাপের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ভালিয়েন্ত।
ইয়াকোবোর ম্যাজিকাল মুহূর্ত
সব কিছু যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই উঠে এলেন ইয়াকোবো রামোন। ২০ বছর বয়সী এই ডিফেন্ডার সুযোগ পেয়ে ঝটকা মেরে বল পাঠান মায়োর্কার গোলরক্ষক রোমানের মাথার ওপর দিয়ে জালে। সময় তখন ৯৫ মিনিট। বার্নাবেউয়ে তখনই বাঁধভাঙা উল্লাস।
বার্সার জন্য অপেক্ষার বার্তা
এই জয়ের ফলে বার্সেলোনাকে অন্তত এক দিন অপেক্ষা করতেই হচ্ছে। তারা যদি বৃহস্পতিবার এসপানিওলের বিপক্ষে জয় পায়, তাহলে নিশ্চিত হবে শিরোপা। তবে তার আগেই রিয়াল দেখিয়ে দিল, লড়াইটা শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না।
বার্নাবেউয়ে এমন নাটকীয় জয়ে আবারও প্রমাণ হলো, কেন রিয়াল মাদ্রিদকে বলা হয় ফুটবলের রাজা।