Sunday, July 20, 2025
Homeখেলাধুলাক্রিকেটগায়ানার কাছে হার, গ্লোবাল সুপার লিগের শিরোপা হারাল রংপুর রাইডার্স

গায়ানার কাছে হার, গ্লোবাল সুপার লিগের শিরোপা হারাল রংপুর রাইডার্স

ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে বিদায় নিল অপরাজিত রংপুর

গ্লোবাল সুপার লিগ (GSL) শিরোপা ধরে রাখতে পারল না রংপুর রাইডার্স। গত রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) চ্যাম্পিয়নরা।

রংপুর এবারের আসরে একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে পৌঁছায়। তারা তিনটি ম্যাচে জয় পায় এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। কিন্তু ফাইনালে এসে স্বাগতিক গায়ানা দলটাই বদলে দিল খেলাটির গতিপথ।

উল্লেখযোগ্যভাবে, গ্রুপ পর্বে একমাত্র হারটি গায়ানা পেয়েছিল এই রংপুরের কাছেই। তবে ফাইনালে তারাই নিয়ে নিল চূড়ান্ত প্রতিশোধ।

এবারের GSL-এ বিশ্বের পাঁচটি অভিজাত ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়। রংপুর রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ছাড়াও ছিল দুবাই ক্যাপিটালস (ইন্টারন্যাশনাল লিগ T20 চ্যাম্পিয়ন), সেন্ট্রাল স্ট্যাগস (নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ জয়ী) এবং হোবার্ট হারিকেনস (অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ জয়ী)।

গত আসরে একই ভেন্যুতে রংপুর নাটকীয়ভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়াকে হারিয়ে GSL ট্রফি জিতেছিল।

তবে এবার রংপুরের ভাগ্যে জোটে হতাশা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে গায়ানা তুলে ফেলে ১৯৬ রান ৪ উইকেটে। ওপেনার জনসন চার্লস ৪৮ বলে ৬৭ রান করেন ১১টি চার ও একটি ছক্কায়। অপর ওপেনার রহমানউল্লাহ গুরবাজও ঝড় তোলেন, মাত্র ৩৮ বলে ৬৬ রান করেন ৬টি চার ও ৪টি ছক্কায়। শেষ দিকে রোমারিও শেফার্ড ৯ বলে অপরাজিত ২৮ রান করে দলের স্কোর আরও বাড়ান।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৬৪ রানেই গুটিয়ে যায় রংপুর। পাকিস্তানের ইফতিখার আহমেদ করেন সর্বোচ্চ ৪৬ রান, ২৯ বল খেলে। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৭ বলে ৩০ রান।

গায়ানার ডোয়াইন প্রিটোরিয়াস ৩৭ রানে নেন ৩ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে রংপুরের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে এবং নিশ্চিত হয় গায়ানার জয়।

ফাইনাল স্কোর:
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১৯৬/৪ (চার্লস ৬৭, গুরবাজ ৬৬)
রংপুর রাইডার্স ১৬৪ (ইফতিখার ৪৬, প্রিটোরিয়াস ৩/৩৭)
ফলাফল: গায়ানা জয়ী ৩২ রানে

অপরাজিত থেকে ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করায় হতাশ রংপুর শিবির। তবে এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠাও তাদের জন্য বড় অর্জন হয়ে থাকল।

RELATED NEWS

Latest News