ঢাকায় ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে ‘বর্ণবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪টায় বানরুপা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা লালচাঁদ সোহাগ হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতি স্পষ্ট হয়ে উঠেছে।
তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমেই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
মিছিলে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান রোমান এবং বর্ণবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমাম হোসেন ইমু।
বক্তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সোহাগের মতো আর কেউ যেন নির্মমতার শিকার না হন, সে ব্যবস্থা নিতে হবে এখনই।
বিক্ষোভে শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা হত্যাকাণ্ডের প্রতিবাদে এক কণ্ঠে শ্লোগান দেন এবং প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।