Thursday, October 16, 2025
Homeবিনোদনতিন গোয়েন্দার লেখক রকিব হাসান আর নেই

তিন গোয়েন্দার লেখক রকিব হাসান আর নেই

জনপ্রিয় লেখক রকিব হাসান বুধবার ঢাকার ধানমন্ডির হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ তিন গোয়েন্দার লেখক রকিব হাসান আর নেই।

তিনি বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের ভাইস-প্রিন্সিপাল ডা. মোহিবুল্লাহ খন্দকার বলেন, “রকিব হাসান নিয়মিত কিডনি ডায়ালিসিসের জন্য আমাদের হাসপাতালে আসতেন। আজও তিনি এসেছিলেন, কিন্তু প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তিনি মারা যান।”

রকিব হাসান ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। বাবার চাকরির স্থানান্তরের কারণে তিনি শৈশবকাল কুমিল্লার পরে ফেনিতে কাটান। ফেনিতে পড়াশোনা শেষে তিনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ-এ ভর্তি হন। পড়াশোনা শেষ করার পর বিভিন্ন চাকরিতে কাজ করেছিলেন, কিন্তু কখনও সন্তুষ্ট হননি।

৯ থেকে ৬ রুটিনের সাথে মানিয়ে নিতে না পারায় তিনি শেষ পর্যন্ত অফিস জীবন ছেড়ে লেখালিখি করাকে পূর্ণকালীন পেশা হিসেবে গ্রহণ করেন।

তার সাহিত্যিক জীবন শুরু হয় সেবা প্রকাশনী-এর সঙ্গে বিশ্বমানের ক্লাসিক অনুবাদ করে। পরবর্তীতে তিনি বিভিন্ন ছদ্মনামে ৪০০-এর বেশি বই রচনা করেন। তিনি তারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা এবং সবচেয়ে জনপ্রিয় সিরিজ তিন গোয়েন্দা-র স্রষ্টা ছিলেন।

যদিও তিনি ব্যক্তিগত জীবনকে খুব গোপন রাখতেন এবং মিডিয়ার সঙ্গে কম যোগাযোগ রাখতেন, তিন গোয়েন্দা-র মাধ্যমে তিনি বহু প্রজন্মের পাঠকের মনে অমলিন স্থাপন করেছেন।

RELATED NEWS

Latest News