র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পেলে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন দায়িত্ব দিলে র্যাব তা যথাযথভাবে পালন করবে।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে একটি সচেতনতামূলক কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনকালীন সময়ে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
এই কর্মসূচিটি নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজন করা হয়। র্যাব মহাপরিচালক বলেন, নানা বিধিনিষেধ থাকা সত্ত্বেও সম্প্রতি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বেড়েছে। কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এটি উৎপাদন ও বিপণন করছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
তিনি জানান, অবৈধ পলিথিন ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই কার্যক্রম শুধু সরকারি উদ্যোগ নয়, বরং একটি জাতীয় আন্দোলনের রূপ নেবে। একটি টেকসই ও পরিবেশবান্ধব সমাজ গড়তে জনগণকে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আরও সচেতন হতে হবে।
র্যাব প্রধান আরও বলেন, সন্ত্রাস দমন, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল, নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।
সোমবারের সচেতনতামূলক কার্যক্রমে র্যাব সদস্যরা দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে র্যাব দেশব্যাপী লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে, যাতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমে এবং পরিবেশবান্ধব বিকল্প প্রচলিত হয়।