“আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। অপরাধী যেই হোক, দলমত নির্বিশেষে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।” শুক্রবার রাজধানীর র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি একেএম শাহিদুর রহমান।
পুরান ঢাকায় একজন ভাঙারি ব্যবসায়ীর হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, “এই ঘটনার তদন্তের পাশাপাশি র্যাব ছায়া তদন্তও চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে তৎপর।”
তিনি জানান, গত কয়েক মাসে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত প্রায় ২০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। বিশেষ করে পাটগ্রামে পুলিশ সদস্যদের ওপর হামলা এবং কুমিল্লার মুরাদনগরে মা ও দুই সন্তানের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে।
পাটগ্রামের ঘটনায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। আর কুমিল্লার হত্যাকাণ্ডে জড়িত ছয়জনকে ধরা হয় দ্রুত সময়ে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোমা গুজব সম্পর্কে র্যাব ডিজি বলেন, “ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার গুজব ছড়িয়ে বিমান চলাচলে ব্যাঘাত ঘটানো হয়। পরে নিরাপত্তা তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।”
এই গুজব ছড়ানোর অভিযোগে উত্তরা থেকে ইমন, তার স্ত্রী তাহমিনা ও ইমরান নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা যায়, ইমন তার বিবাহবহির্ভূত সম্পর্কের সঙ্গীকে নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন। তাকে আটকাতে তাহমিনা বন্ধুর পরামর্শে ভুয়া বোমার তথ্য দেয়।
র্যাব ডিজি বলেন, “এই ধরনের গুজব অতীতেও ছিল। ভবিষ্যতে এ ধরনের কোনো কাজকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “র্যাব অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে অঙ্গীকারবদ্ধ। অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে।”