রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চারজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২ জুলাই) র্যাব-২ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে এই চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক চোরাকারবারি ভূঁইয়া সোহেল, ‘চুয়া সেলিম’ গ্রুপের নেতা মো. সেলিম আশরাফি, অপরাধী চক্র ‘কবজিকাটা গ্রুপ’ প্রধান মো. আনোয়ারুল এবং তার সহযোগী ‘কিশোর গ্যাং’ নেতা ও চোরাকারবারি মো. বাবু ওরফে টুনডা বাবু।
র্যাব জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি এবং হত্যার মতো একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। বিশেষ করে টুনডা বাবু স্বীকার করেছেন, তিনি মো. আনোয়ারুলের সঙ্গে যৌথভাবে একাধিক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
র্যাব সূত্রে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।