কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের গাজায় সামরিক অভিযান ইতিমধ্যেই বন্ধ করা উচিত ছিল।
মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি বলেন, “যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্নটি প্রথমে ইসরায়েলি দখলদার সরকারের উদ্দেশ্যে করা উচিত। সেখানে যদি প্রধানমন্ত্রী সত্যিই ট্রাম্প পরিকল্পনা অনুসরণের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক হয়, তবে ইসরায়েলকে আগেই যুদ্ধ বন্ধ করতে হতো।”
বর্তমানে মিশরে হামাস ও ইসরায়েল ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাব নিয়ে পরোক্ষ আলোচনা চালাচ্ছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য গাজা যুদ্ধের অবসান ও যুদ্ধোত্তর শাসন কাঠামোর রূপরেখা তৈরি।
গত শুক্রবার হামাস যখন ট্রাম্প পরিকল্পনার আওতায় জিম্মি মুক্তির আলোচনায় সম্মতি জানায়, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প Truth Social প্ল্যাটফর্মে পোস্ট করে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান।
আনসারি বলেন, “আমি নিশ্চিত, এই আলোচনার সব পক্ষই ঐক্যমতে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে অনেক জটিল বিষয় বিবেচনা করতে হবে।”
তিনি আরও বলেন, পরিকল্পনার বিভিন্ন ধারা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ ও সব পক্ষের সঙ্গে যোগাযোগ জরুরি।
দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্নের জবাবে আনসারি বলেন, এখনই তা নিয়ে আলোচনা করা “অতিরিক্ত তাড়াহুড়ো” হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের অনুমোদনে কাতার যে হামাস দপ্তরকে আশ্রয় দিয়েছে, তা এখনো মধ্যস্থতার কার্যকর ভূমিকা রাখছে।
“যতদিন যোগাযোগের একটি কার্যকর মাধ্যম প্রয়োজন হবে, ততদিন এই চ্যানেলেরও প্রয়োজন থাকবে,” বলেন কাতারের মুখপাত্র।
