ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত বন্ধে জরুরি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার এক টেলিফোন আলাপে দুই নেতা এই আহ্বান জানান বলে জানিয়েছে ক্রেমলিন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, “নেতারা অবিলম্বে সব ধরনের শত্রুতা বন্ধের এবং ইরানের পারমাণবিক কর্মসূচি-সম্পর্কিত বিষয়সহ সব বিরোধ কেবলমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানান।”
অন্যদিকে, সোমবার (১৬ জুন) ইরান আবারও ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল তেল আবিব ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর। এসব হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে রবিবার ইসরায়েল তেহরান শহরে হামলা চালায়, যার জবাবে ইরান নতুন করে এই পাল্টা হামলা শুরু করে।
ইরানের সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৭০ জন নারী ও শিশু।
রবিবারের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধানসহ আরও দুই জেনারেল নিহত হন।
বিশ্লেষকরা বলছেন, দুই পরাশক্তির মধ্যে উত্তেজনার এই চক্র যদি দ্রুত থামানো না যায়, তাহলে মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, যা বৈশ্বিক স্থিতিশীলতা ও অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
তবে রাশিয়া ও তুরস্কের যৌথ আহ্বান একটি কূটনৈতিক উদ্যোগের সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের নজর এখন এই আহ্বানের প্রতিক্রিয়ায় ইসরায়েল ও ইরানের অবস্থানের দিকে।