ঢাকা, ২৮ মে, ২০২৫ (ডেপ্রবা) : চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা তার অভিনয়গুণেই যেমন দর্শকপ্রিয়, তেমনি ব্যক্তিজীবন নিয়েও প্রায়ই থাকেন আলোচনায়। বর্তমানে তিনি সংসার করছেন আশফাকুর রহমান রবিনের সঙ্গে। আজ ২৭ মে তাদের তৃতীয় বিবাহবার্ষিকী।
এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন রবিন। পূর্ণিমার সঙ্গে কিছু বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো। যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।”
তিনি আরও লেখেন, “আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মত একজন জীবনসঙ্গী দিয়েছেন, যে আমাকে বোঝে, সমর্থন দেয় আর সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথ চলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।”
রবিনের লেখা আবেগঘন বার্তায় আরও উল্লেখ ছিল, “আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, আমার শক্তি। আমি দোয়া করি আমাদের বন্ধন দিনে দিনে আরো গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।”
প্রসঙ্গত, পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর প্রথম বিয়ে করেছিলেন আহমেদ জালাল ফাহাদকে। তাদের সংসারে ২০১৪ সালের ১৩ এপ্রিল জন্ম হয় প্রথম কন্যা সন্তানের। সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে ২০২২ সালে।
এরপর ২০২৩ সালের ২৭ মে পূর্ণিমা বিবাহবন্ধনে আবদ্ধ হন আশফাকুর রহমান রবিনের সঙ্গে। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভালোবাসাময় কিছু মুহূর্ত শেয়ার করতে দেখা যায়, যা থেকে বোঝা যায়, তাদের সংসার চলছে বেশ আনন্দ আর ভালোবাসায় ভরা পরিবেশে।
চলচ্চিত্রে সফলতার পাশাপাশি ব্যক্তিগত জীবনে পূর্ণিমার এই নতুন অধ্যায় নিয়েও অনুরাগীদের আগ্রহ কম নয়। বিবাহবার্ষিকীর এই শুভক্ষণে তারকা দম্পতির প্রতি শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।