Tuesday, July 1, 2025
Homeজাতীয়জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও

জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও

বিক্ষোভকারীদের ছয় ঘণ্টার অবস্থান কর্মসূচি, পুলিশের অনুরোধে আন্দোলন স্থগিত

২০২৪ সালের জুলাই মাসের ‘বিপ্লব’কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে সোমবার রাজধানীর রমনা পার্কের অরুণোদয় গেট সংলগ্ন এলাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ঘেরাও করেন আন্দোলনকারীরা। এই বিক্ষোভে অংশ নেন গত বছরের আন্দোলনে আহত ব্যক্তিরাও। ছয় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচি শেষ হয় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা সেখান থেকে সরে যান।

বিকেল ২টা ৩০ মিনিটের দিকে বিক্ষোভকারীরা অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন এবং সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, নির্ধারিত ৩০ কর্মদিবস পেরিয়ে গেলেও জুলাই ঘোষণাপত্র এখনো প্রকাশ করা হয়নি।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “জুলাই আন্দোলনে আহত কিছু ব্যক্তি অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন এবং ঘোষণাপত্র চেয়ে আন্দোলন শুরু করেন।” পরে, পুলিশি অবস্থানের মুখে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হতে পারেননি বলে জানান উপকমিশনার মাসুদ আলম।

সন্ধ্যায় পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেন।

বিক্ষোভরত কর্মসূচিতে অংশ নেওয়া বাকি বিল্লাহ বলেন, “সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে। শহীদ মিনারে অনুষ্ঠান করার সময় আমাদের বলা হয়েছিল ঘোষণা দেওয়া হবে। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরও তা আসেনি।”

তিনি আরও বলেন, “বিপ্লব স্বীকৃতি না পেলে ভুলে যাবে সবাই। তাই ‘জুলাই ঘোষণাপত্র’ অবশ্যই প্রকাশ করতে হবে।”

অন্য এক আন্দোলনকারী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বিপ্লবের এক মাসের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ আমাদের ২০২৪ সালের বিপ্লব এখনো সাংবিধানিক স্বীকৃতি পায়নি।”

আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানান, ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আপস করা হবে না।

RELATED NEWS

Latest News