স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সাবেক শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদ বুধবার রাতে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭১ বছর।
রাজধানীর একটি হাসপাতালে রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার জাহান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাবেক এই শিক্ষক মঙ্গলবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক এবং ফুসফুসে সংক্রমণ শনাক্ত করেন।
বুধবার বিকেলে তাঁর হার্টে স্টেন্ট বসানোর জন্য অপারেশন করা হয়। কিন্তু শল্যচিকিৎসার মাঝেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক তোফায়েল আহমেদ বৃহস্পতিবার নিজ গ্রাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। স্থানীয় প্রশাসন ও শাসনব্যবস্থায় তাঁর গবেষণা ও নীতিগত অবদান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
অধ্যাপক তোফায়েল আহমেদ স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।
