সরকারি আশ্বাসের পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চলমান সব ধরনের আন্দোলন ও কর্মসূচি সোমবার রাতে প্রত্যাহার করেছেন। জাতীয় বেতন স্কেলে ১১তম গ্রেডে উন্নত আর্থিক সুবিধা দেওয়ার বিষয়ে আশ্বাস পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর আহ্বায়ক খাইরুন নাহার লিপি। তিনি রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। সরকারের প্রতিনিধিদলে ছিলেন অর্থ বিভাগ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিক্ষক নেতারা জানান, তাদের মূল দাবি ছিল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ। পাশাপাশি চাকরির ১০ ও ১৬ বছর পর উচ্চগ্রেডে ওঠার পথে বাধা দূর করা এবং সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতিতে প্রধান শিক্ষক পদে উন্নীত করার নিশ্চয়তা। গত কয়েক দিন ধরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও সারা দেশে কর্মবিরতি পালন করছিলেন।
বৈঠকে সরকারের পক্ষ থেকে জাতীয় বেতন কাঠামোর ১১তম গ্রেডে উন্নত আর্থিক সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। শিক্ষক নেতাদের বক্তব্য, আশ্বাস বাস্তবায়নে প্রক্রিয়াগত বিষয় সম্পন্ন হলে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। এ প্রেক্ষিতে শিক্ষকদের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং শ্রেণিকক্ষে পাঠদান স্বাভাবিক থাকবে।
সরকারি প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। সংশ্লিষ্টরা জানান, আলোচনায় উত্থাপিত অন্যান্য দাবি নিয়েও ধাপে ধাপে আলোচনার ধারাবাহিকতা বজায় থাকবে।
