খুলনায় কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবে গেলে আন্দোলনরত “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”-এর নেতাকর্মীরা ক্লাবের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা প্রেস সচিবের গাড়ি আটকে দেন এবং সাফ জানিয়ে দেন, কেএমপি কমিশনারের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া তাঁকে প্রেস ক্লাব ত্যাগ করতে দেওয়া হবে না।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক মোস্তাফা জামাল পপলু জানান, বিকেল ৫টার দিকে শফিকুল আলম জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ক্লাবে আসেন। তখন থেকেই আন্দোলনকারীরা প্রেস ক্লাব ঘেরাও করে রাখে।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেস সচিব ক্লাব ভবনের ভেতরে অবস্থান করছিলেন। প্রেস ক্লাবের আশপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে কমিশনারের পদত্যাগ দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রেস ক্লাব ঘিরে রাখা হলেও এখন পর্যন্ত কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রেস সচিবকে মুক্তি দেবে না।
পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন এবং স্থানীয় সাংবাদিকরাও বিষয়টির শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করছেন।