ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৪:৫৪
স্পোর্টস ডেস্ক
শারজাহতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন পারভেজ হোসেন ইমন। সেই সঙ্গে বাংলাদেশের ইতিহাসে তামিম ইকবালের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে শতকের কীর্তি গড়লেন তিনি। তার দুর্দান্ত ইনিংসে ভর করেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। দলের হয়ে ইমন খেলেন ৫৪ বলে ১০০ রানের ঝোড়ো ইনিংস। তার এই ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছয়। মাত্র ৫৩ বলে তিনি এই শতক পূর্ণ করেন, যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
বাংলাদেশের ইনিংসে শুরুটা দেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে ৯ বলে ১০ রান করে দ্রুতই ফিরে যান সাজঘরে। অধিনায়ক লিটন দাসও ব্যর্থ হন, তিনি করেন মাত্র ১১ রান। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, জাকের আলি, শেখ মেহেদী ও শামিম পাটোয়ারীরাও উইকেটে থিতু হতে পারেননি। একমাত্র ব্যতিক্রম ছিলেন পারভেজ ইমন, যিনি একপ্রান্ত আগলে রেখে দলকে পৌঁছে দেন লড়াকু সংগ্রহে।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে আমিরাত। প্রথম ৩ ওভারে তারা তোলে ৩৮ রান। কিন্তু এরপরই আঘাত হানেন হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। একে একে ফিরতে থাকেন আমিরাতের ব্যাটাররা। ওয়াসিম হামিদ ও রাহুল চোপড়া কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত ১৬৪ রানেই থেমে যায় তাদের ইনিংস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। মুস্তাফিজ, তানজিম সাকিব ও শেখ মেহেদী পেয়েছেন দুটি করে উইকেট।
ম্যাচ শেষে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন পারভেজ ইমন। তার ইনিংসই বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে দেয় এবং ব্যাটিং ইউনিটের হতাশাজনক পারফরম্যান্সের মাঝে আলোর রেখা হয়ে ওঠে। আগামী ম্যাচে তার ফর্ম ধরে রাখার প্রত্যাশায় থাকবে দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই পারফরম্যান্স বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।