নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক দীর্ঘ বৈঠকের পর এ কথা জানান তিনি। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিসহ এই বৈঠক চলে।
সানাউল্লাহ বলেন, ‘‘আমরা আশা করছি নির্বাচনের তফসিল সময়মতো ঘোষণা করা হবে এবং ভোট অনুষ্ঠিত হবে রমজানের আগেই।’’
সূত্র অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ইসলামি পবিত্র মাস রমজান শুরু হতে পারে। নতুন সরকার গঠনের জন্য শপথ এবং দায়িত্ব গ্রহণের প্রক্রিয়াও ধরলে রমজানের আগে ভোট সম্পন্ন করতে হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘‘আমাদের পরিকল্পনা, নির্বাচনের অন্তত ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।’’
এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও বুধবার রাতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে, যেন রমজানের আগেই ভোট সম্পন্ন করা যায়।
বৈঠকে রাজনৈতিক দলগুলোর বিধিনিষেধ, প্রার্থী মনোনয়নের নিয়ম, জনগণের প্রতিনিধি আদেশ (RPO), প্রবাসীদের ভোটদান, এবং নির্বাচনে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়।
ড্রোন ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, কোনো ব্যক্তি বা গণমাধ্যম প্রতিনিধি নির্বাচনকালীন ছবি বা ভিডিও সংগ্রহে ড্রোন ব্যবহার করতে পারবে না।
পোলিং সেন্টারে সিসিটিভি ব্যবহারের বিষয়ে সানাউল্লাহ বলেন, কমিশন এই প্রযুক্তি ব্যবহারের পক্ষে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি জানান, এ বছর প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোটের তিন সপ্তাহ আগে সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যালট পাঠানো হবে। এই প্রক্রিয়া যৌথভাবে পরিচালনা করবে ডাক বিভাগ ও নির্বাচন কমিশন।
কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, যেসব নাগরিক ৩১ অক্টোবরের মধ্যে ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন, তাঁরাই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।