Thursday, July 10, 2025
Homeআন্তর্জাতিকমরক্কোর সাহারা সংকট নিরসনে স্বায়ত্তশাসন প্রস্তাবকে সবচেয়ে বাস্তবসম্মত বলছে পানামা

মরক্কোর সাহারা সংকট নিরসনে স্বায়ত্তশাসন প্রস্তাবকে সবচেয়ে বাস্তবসম্মত বলছে পানামা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশ হিসেবে মরক্কোর প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানাল পানামা

মরক্কোর সাহারা অঞ্চলের বিরোধ নিরসনে ২০০৭ সালে পেশকৃত মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবকে সবচেয়ে “গুরুত্বপূর্ণ, বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত ভিত্তি” হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র পানামা।

সোমবার মরক্কোর রাজধানী রাবাতে এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানানো হয়। মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা ও পানামার পররাষ্ট্রমন্ত্রী হাভিয়ের মার্টিনেজ-আচা ভাসকেজের মধ্যে বৈঠকের পর যৌথ বিবৃতিটি প্রকাশিত হয়।

পানামার পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবই ভবিষ্যতের একমাত্র সমাধান হওয়া উচিত।” তিনি জোর দিয়ে বলেন, এই প্রস্তাবই সাহারা সংকটের স্থায়ী সমাধানে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পারে।

২০২৪ সালের নভেম্বর মাসে পানামা তথাকথিত “সাদর” নামক গোষ্ঠীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। এর পর থেকেই দেশটি মরক্কোর কূটনৈতিক অবস্থানকে সমর্থন জানিয়ে আসছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতির প্রতি অটল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বিশ্লেষকদের মতে, পানামার এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে আরও বৈধতা দেবে। একইসঙ্গে, সাহারা অঞ্চলের দীর্ঘদিনের বিরোধ নিরসনে একটি নতুন কূটনৈতিক গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

মরক্কোর সাহারা সংকট আফ্রিকা ও আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত একটি ইস্যু। এতে নতুন মাত্রা যোগ করলো পানামার প্রকাশ্য সমর্থন।

RELATED NEWS

Latest News