রাজধানীর পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সহকারী উপপরিদর্শক আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাগুফতা গেটের সামনে প্রথম দুটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর থানার প্রধান ফটকের সামনের পাকা রাস্তায় আরও একটি বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, অজ্ঞাত ব্যক্তিরা ফ্লাইওভার থেকে ককটেল ছুড়ে আতঙ্ক তৈরির চেষ্টা করে। বিস্ফোরণের পরপরই তারা মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে।
বিস্ফোরণে থানার গেটের দায়িত্বে থাকা এএসআই (নিরস্ত্র) মো. নূর ইসলাম আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালায় এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে তদন্ত শুরু করে।
