ব্রিটিশ পুলিশ জানিয়েছে, প্যালেস্টাইন অ্যাকশন নামক একটি নিষিদ্ধ ঘোষিত আন্দোলনকে সমর্থনের অভিযোগে ইংল্যান্ড ও ওয়েলসে প্রথমবারের মতো তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত করা হয়েছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, ৫ জুলাই লন্ডনের কেন্দ্রে এক বিক্ষোভ চলাকালে দুই নারী ও একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ২০০০ সালের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় অভিযোগ গঠন করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এই মামলার তিন অভিযুক্ত হলেন ৭১ বছর বয়সী জেরেমি শিপাম ও জুডিত মারেই এবং ৫৩ বছর বয়সী ফিওনা ম্যাকলিন। তাদের আগামী ১৬ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের প্রধান ডমিনিক মারফি বলেন, “এই সপ্তাহান্তে লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থনের জন্য কেউ এলে, তাদেরকে আমি সাবধান করে দিতে চাই—এ ধরনের কর্মকাণ্ডের জন্য ফৌজদারি শাস্তির মুখে পড়তে হতে পারে।”
পুলিশের তথ্য অনুযায়ী, স্কটল্যান্ডে ইতোমধ্যে একই কারণে সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
৫ জুলাইয়ের বিক্ষোভ থেকে গ্রেফতার আরও ২৬ জনের বিরুদ্ধেও মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, এসব ব্যক্তির বিরুদ্ধে মামলার ফাইল ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে পাঠানো হবে।
প্যালেস্টাইন অ্যাকশনকে সরকার সম্প্রতি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। এর কিছুদিন আগেই সংগঠনটির কিছু কর্মী দক্ষিণ ইংল্যান্ডের একটি বিমানঘাঁটিতে অনুপ্রবেশ করে। এ ঘটনায় দুটি সামরিক বিমানে প্রায় ৭০ লাখ পাউন্ড মূল্যের ক্ষতি হয়েছে বলে জানায় প্রসিকিউশন।
বর্তমানে সংগঠনটির সদস্য হওয়া বা তা সমর্থন করা আইনত দণ্ডনীয় অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছর কারাদণ্ড।
এদিকে, সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা হুদা আমোরি সম্প্রতি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করার অনুমতি পেয়েছেন।
শনিবার যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের বাইরে প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থনে একটি নতুন বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, এই কর্মসূচিতে ৫০০ জনের বেশি লোক অংশ নিতে পারেন।