Thursday, October 30, 2025
Homeজাতীয়ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড: ‘ডিজিটাল মিডিয়া আইকন’ হলেন পলাশ মাহমুদ

ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড: ‘ডিজিটাল মিডিয়া আইকন’ হলেন পলাশ মাহমুদ

ডিজিটাল সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) তাকে এই সম্মাননা প্রদান করে

বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার রূপান্তরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সিনিয়র সাংবাদিক পলাশ মাহমুদ ‘ডিজিটাল মিডিয়া আইকন অব দ্য ইয়ার’ হিসেবে ‘ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন। দেশের গণমাধ্যম শিল্পে উদ্ভাবন এবং নেতৃত্বকে উদযাপনের জন্য শনিবার (২৫ অক্টোবর ২০২৫) আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয় ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারটি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পেশাগত জীবনে ১৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন পলাশ মাহমুদ দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে ডিজিটাল এবং দর্শকভিত্তিক সাংবাদিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে দৈনিক কালবেলার এডিটর (অনলাইন) হিসেবে কর্মরত আছেন, যেখানে তিনি নিউজ পোর্টাল, মাল্টিমিডিয়া, বিনোদন এবং অনলাইন সেলস অপারেশনের দায়িত্বে রয়েছেন।

কালবেলায় যোগদানের আগে পলাশ মাহমুদ দেশ টিভি, আরটিভি এবং সময় টিভির ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দেন, যা প্রতিটি প্ল্যাটফর্মের ট্র্যাফিক ও দর্শক সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। তার নেতৃত্বে আরটিভি অনলাইন যোগদানের ৪৯ দিনের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল ওয়েবসাইটে পরিণত হয় এবং সময় টিভির পোর্টালে দর্শকের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পলাশ মাহমুদ ভোক্তা অধিকার নিয়ে স্বেচ্ছাসেবী কাজের জন্যও পরিচিত। ২০১৬ সালে তিনি ‘কনশাস কনজ্যুমার সোসাইটি (সিসিএস)’ এবং এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেন, যা দেশব্যাপী ভোক্তা অধিকার সুরক্ষা ও প্রচারে সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তিনি রয়টার্স, মেটা এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান থেকে ডিজিটাল সাংবাদিকতা, ডেটা ভিজ্যুয়ালাইজেশন এবং অনলাইন মিডিয়া স্ট্র্যাটেজিতে পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) বাংলাদেশের ডিজিটাল মিডিয়া কর্মকর্তাদের একটি পেশাদার সংগঠন, যা দেশের ক্রমবর্ধমান মিডিয়া খাতে সহযোগিতা, উদ্ভাবন এবং প্রশিক্ষণের প্রসারে কাজ করে। সংগঠনটি ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনে অবদান রাখা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে প্রতিবছর ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ আয়োজন করে থাকে।

RELATED NEWS

Latest News