শারজাহে শনিবার সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ত্রিদেশীয় টি২০ সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। দলের জয়ের নায়ক সাইম আয়ুব ও হাসান নওয়াজ, দুজনেই খেলেন দৃষ্টিনন্দন অর্ধশতক।
টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ২০৭ রানে অলআউট হয়। ওপেনার সাইম আয়ুব ৩৮ বলে ৬৯ রান করেন, যার মধ্যে ছিল চারটি ছক্কা ও সাতটি চার। হাসান নওয়াজ ২৬ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংসে ছক্কা হাঁকান ছয়টি।
প্রথমদিকে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। সাহিবজাদা ফারহান, ফখর জামান ও অধিনায়ক সালমান আঘা সস্তায় আউট হন। এরপর দলকে উদ্ধার করেন আয়ুব ও হাসান। আয়ুব ২৫ বলে পঞ্চাশ পূর্ণ করেন, আর হাসান মাত্র ২৪ বলে ফিফটি তুলে নেন, হায়দার আলির পরপর তিন ছক্কায়।
পঞ্চম উইকেটে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজ ২৫ বলে ৫৭ রান যোগ করেন। মোহাম্মদ নওয়াজ ১৫ বলে ২৫ রান করেন। শেষ দিকে ফাহিম আশরাফের ১৬ রানে পাকিস্তান শেষ পাঁচ ওভারে সংগ্রহ করে ৬৪ রান।
আমিরাতের হয়ে জুনায়েদ সিদ্দিকী ও সাঘির খান তিনটি করে উইকেট নেন, তবে খরুচে ছিলেন দুজনেই।
টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রানে থামে আমিরাতের ইনিংস। আসিফ খানের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৭৭ রান, যা প্রায় অসম্ভব জয়কে সম্ভব করতে পারত। কিন্তু শেষ ওভারে তিনি আউট হন। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমও ১৮ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
এই জয়ের ফলে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে জয় পেল। সিরিজের পরবর্তী ম্যাচে সোমবার মুখোমুখি হবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।