পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার জানিয়েছেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় পারমাণবিক যুদ্ধের কোনো সম্ভাবনা ছিল না। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্য ও জাতীয় আত্মরক্ষার জন্য গড়ে তোলা হয়েছে।
ইসলামাবাদে পাকিস্তানি শিক্ষার্থীদের এক সমাবেশে বক্তব্য রাখার সময় শেহবাজ শরিফ এ মন্তব্য করেন। তিনি স্মরণ করিয়ে দেন, সাম্প্রতিক চারদিনের সংঘাতে পাকিস্তানের ৫৫ জন নাগরিক নিহত হয়েছে। তবে তার দাবি, পাকিস্তান ‘সম্পূর্ণ শক্তি’ দিয়ে জবাব দিয়েছে।
পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কোনো আক্রমণের জন্য নয়, বরং শান্তি ও আত্মরক্ষার জন্যই প্রতিষ্ঠিত।”
ভারতের সেনাবাহিনী সম্প্রতি ‘অপারেশন সিন্ধুর’ চালিয়েছে, যার লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা। এই অভিযান ছিল ২২ এপ্রিলের পাহালগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ, যেখানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।
অপারেশনের অংশ হিসেবে, ৭ মে ভারতীয় সেনাবাহিনী নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়, যার মধ্যে জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি বাহাওয়ালপুরও ছিল।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পদত্যাগ নিয়ে যে গুজব চলছে, তা উড়িয়ে দিয়েছেন শেহবাজ। তিনি বলেন, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রেসিডেন্ট হওয়ার কোনও পরিকল্পনা নেই। তিনি এও জানান, জারদারি, মুনির ও তার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক রয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এক্সে (সাবেক টুইটার) জানিয়েছিলেন, এই ধরনের “ষড়যন্ত্রমূলক প্রচারণা” কারা চালাচ্ছে, তা সরকার ভালোভাবেই জানে।
নাকভি আরও বলেন, “দেশবিরোধী বিদেশি এজেন্সির সঙ্গে মিলে যারা ষড়যন্ত্র করছে, তারা যা ইচ্ছা করুক। কিন্তু আমরা পাকিস্তানকে শক্তিশালী করতেই প্রয়োজনীয় সবকিছু করব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ২০২২ সালে আসিম মুনিরকে তিন বছরের জন্য সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।