Monday, November 10, 2025
Homeজাতীয়ঢাকায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করলেন পাকিস্তানের নৌপ্রধান

ঢাকায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করলেন পাকিস্তানের নৌপ্রধান

বাংলাদেশ সফরে এসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন অ্যাডমিরাল নাভিদ আশরাফ

বাংলাদেশ সফররত পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ রবিবার ঢাকার শিখা অনির্বাণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (৮ নভেম্বর) শুরু হওয়া চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

শিখা অনির্বাণে আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তানি নৌপ্রধান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তানি নৌবাহিনীর একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশ নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর এটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অন্যতম উচ্চপর্যায়ের প্রতিরক্ষা যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ঢাকায় পাকিস্তানি নৌবাহিনীর প্রতিনিধিদলকে “রেড কার্পেট” অভ্যর্থনা জানানো হয়।

RELATED NEWS

Latest News