Thursday, July 31, 2025
Homeআন্তর্জাতিকপাকিস্তানের উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ ৩১ জুলাই

পাকিস্তানের উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ ৩১ জুলাই

পাকিস্তানের উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ ৩১ জুলাই

চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে যাচ্ছে পাকিস্তানের নতুন স্যাটেলাইট, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বড় অগ্রগতি প্রত্যাশা

পাকিস্তান মহাকাশ গবেষণায় বড় এক পদক্ষেপ নিতে যাচ্ছে। ৩১ জুলাই উৎক্ষেপণ করা হবে দেশটির উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এটি উৎক্ষেপণ করা হবে চীনের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার (XSLC) থেকে।

পাকিস্তানের মহাকাশ ও বায়ুমণ্ডল গবেষণা কমিশন (SUPARCO) জানিয়েছে, এই স্যাটেলাইটের নাম ‘Pakistan Remote Sensing Satellite’ (PRSS)। এটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং চীনের সহযোগিতায় তৈরি।

জিও টিভির খবরে বলা হয়, উন্নত ইমেজিং প্রযুক্তিসহ সজ্জিত এই স্যাটেলাইট পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, নির্ভুল কৃষি পরিকল্পনা, নগর উন্নয়ন এবং বন উজাড় প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প, বন্যা, ভূমিধস ও হিমবাহ গলনের পূর্বাভাস দিতে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায়ও এটি সহায়ক হবে।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই স্যাটেলাইট চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (CPEC) সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো পরিকল্পনা ও জিওস্পেশাল ম্যাপিংয়েও সহায়তা করবে।

সুপারকো জানায়, এই স্যাটেলাইটটি PRSS-1 (২০১৮) এবং EO-1 (২০২৫ সালের জানুয়ারি) এর সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানের মহাকাশ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। এটি ২০৪৭ সালের জাতীয় মহাকাশ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এই উৎক্ষেপণ শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং পাকিস্তানের মহাকাশ অভিযাত্রার রূপান্তরমূলক ধারা বজায় রাখার অংশ। এটি দেশটিকে ভবিষ্যৎমুখী একটি মহাকাশ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

RELATED NEWS

Latest News