বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন।
মঙ্গলবার সেনা সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে এই আলোচনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তানের একটি প্রতিনিধি দল নিয়ে জেনারেল মির্জা ঢাকা সফরে আসেন।
সাক্ষাৎকালে দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর করতে যৌথ প্রশিক্ষণ, সেমিনার আয়োজন এবং পারস্পরিক সফর বিনিময়ের বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে, ২৫ অক্টোবর রাতে জেনারেল মির্জা রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।
আইএসপিআর জানায়, এই সফর বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক বাহিনীর পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
