ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেও একটি ব্যতিক্রমী মানবিক উদাহরণ স্থাপন করেছে পাকিস্তান। আরব সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিককে উদ্ধার করে নজির গড়েছে দেশটির নৌবাহিনী।
বুধবার পাকিস্তান নৌবাহিনী লিবারিয়ান পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এমটি হাই লিডার’ থেকে আহত এক ভারতীয় নাবিককে উদ্ধার করে করাচির একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
জাহাজটির সব ক্রু ছিলেন ভারতীয় নাগরিক। পাকিস্তান নৌবাহিনীর জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (জেএমআইসিসি) বিপদের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। দ্রুত উদ্ধার অভিযানে নামে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ)।
পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “এই সফল মেডিকেল ইভাকুয়েশন আমাদের দক্ষতা ও প্রস্তুতির প্রমাণ। আমরা সবসময় আন্তর্জাতিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিক যেই দেশেরই হোক না কেন, আমরা মানবিকতার প্রশ্নে আপসহীন।”
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলে। সাবেক পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি ভিডিও বার্তায় প্রশংসা করেন পাকিস্তান বাহিনীর এই উদ্যোগের।
আফ্রিদি লিখেছেন, “যুদ্ধ কিংবা শান্তি— সবসময় মানবিকতার পরিচয় দিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী। তারা কেবল জাতীয় সুরক্ষাই দেয় না, মানুষের জীবন রক্ষা ও কল্যাণেও কাজ করে। আহত ভারতীয়কে উদ্ধার করে তারা আবার প্রমাণ করেছে, দায়িত্ব পালনে পাকিস্তান বাহিনী সেরা। পাকিস্তান জিন্দাবাদ।”
উল্লেখ্য, গত মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের সীমান্ত সংঘর্ষ হয়। এরপর এই মানবিক পদক্ষেপ কিছুটা হলেও শান্তির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের।
মানবিকতা ও দায়িত্ববোধের এই নজির দুই দেশের সম্পর্কের উত্তপ্ত আবহে এক নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।