ঈদযাত্রাকে কেন্দ্র করে পদ্মা ও যমুনা সেতুতে গত ৫ জুন (বুধবার) টোল আদায় ও যানবাহন চলাচলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সেতু বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দিন দুই সেতুতে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে।
পদ্মা সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে এবং আদায় হয়েছে ৫৪ কোটি ৩২ লাখ টাকার টোল, যা এ পর্যন্ত সর্বোচ্চ। অন্যদিকে, যমুনা সেতু দিয়ে পার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন, যেখানে টোল আদায় হয়েছে ৪১ কোটি ৮১ লাখ টাকা।
পদ্মা সেতুর আগের রেকর্ড ছিল উদ্বোধনের দিন ২০২২ সালের ২৬ জুন, সেদিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন পার হয়। টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড ছিল চলতি বছরের ৯ এপ্রিল, ৪৮ কোটি ৯৯ লাখ টাকা।
যমুনা সেতুতে এর আগে সর্বোচ্চ যানবাহন চলাচল হয়েছিল ২০২৩ সালের ২৭ জুন, ৫৫ হাজার ৬২১টি। টোল আদায়ের রেকর্ড ছিল ২০২৪ সালের ১৪ জুন, ৩৮ কোটি ৩৪ লাখ টাকা।
সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের আগে ব্যাপক ভ্রমণ প্রবাহের কারণে এ ধরনের রেকর্ড সৃষ্টি হয়েছে।
এছাড়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দুই সেতুর আধুনিক টোল ব্যবস্থাপনা ও যান নিয়ন্ত্রণ ব্যবস্থাও এই বৃদ্ধি সামলাতে কার্যকর ভূমিকা রেখেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই দুই সেতুর উপর নির্ভরশীল দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায় টোল আদায় ও যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে।