Saturday, June 21, 2025
Homeজাতীয়এবারের ঈদে দেশজুড়ে ৯১ লাখের বেশি পশু কোরবানি, বিভাগভিত্তিক চিত্র প্রকাশ

এবারের ঈদে দেশজুড়ে ৯১ লাখের বেশি পশু কোরবানি, বিভাগভিত্তিক চিত্র প্রকাশ

রাজশাহী বিভাগে সর্বাধিক এবং সিলেট বিভাগে সর্বনিম্ন পশু কোরবানির রেকর্ড

চলতি বছরের ঈদুল আজহায় সারাদেশে মোট ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার কোরবানিকৃত পশুর মধ্যে গরু ও মহিষ ছিল ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি। ছাগল ও ভেড়ার সংখ্যা ছিল ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি। অন্যান্য ক্যাটাগরির পশু ছিল ৯৬০টি।

এছাড়া এবার মোট ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি পশু বিক্রি না হয়ে অবিক্রীত থেকে গেছে। অধিক সরবরাহের কারণে পশু অবিক্রীত থাকা অস্বাভাবিক নয় বলে জানিয়েছে অধিদপ্তর।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে। সেখানে ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি পশু কোরবানি হয়েছে। এরপর ময়মনসিংহ বিভাগে কোরবানি হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি।

অন্যদিকে সর্বাধিক পশু কোরবানির রেকর্ড হয়েছে রাজশাহী বিভাগে। সেখানে ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি পশু কোরবানি হয়েছে। এরপর ঢাকা বিভাগে ২১ লাখ ৮৫ হাজার ৪০টি, চট্টগ্রাম বিভাগে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি এবং খুলনা বিভাগে ৮ লাখ ৪ হাজার ২২৪টি পশু কোরবানি হয়েছে।

বরিশাল বিভাগে ৪ লাখ ৭৮৩টি এবং রংপুর বিভাগে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি পশু কোরবানির হিসাব পাওয়া গেছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, এ বছর দেশের বিভিন্ন প্রান্তে পর্যাপ্ত পশুর সরবরাহ ছিল। কোরবানির পশুর প্রস্তুতি ও সরবরাহে সরকারের পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধান করা হয়েছে।

RELATED NEWS

Latest News