খুলনা নগরীর দৌলতপুর এলাকায় মোল্লা মাহবুবুর রহমান নামের যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব দৌলতপুর থানার যুবদল শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, দুপুর ১২টার দিকে মাহেশ্বরপাশা পশ্চিমপাড়ার নিজ বাসার সামনে ব্যক্তিগত গাড়ি পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় তিনজন যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে কোপ দেয় এবং রগ কেটে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের পেছনে কোনো সংঘর্ষ বা পূর্ব বিরোধ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ৫ আগস্টের পর থেকে মাহবুবের আচরণ আক্রমণাত্মক হয়ে ওঠে। তিনি এলাকায় মাদক ব্যবসা নিয়ে একটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। এর আগেও তার ওপর কয়েকবার হামলার ঘটনা ঘটে।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষে মাহবুব অংশ নেন। সেই সময় তার হাতে দা ধরে রাখা একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই রাতেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়, তবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান।
নিহত মাহবুব খুলনার মাহেশ্বরপাশা পশ্চিমপাড়ার বাসিন্দা মো. আবদুল করিম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে এবং দ্রুত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।