বাংলাদেশ পুলিশের ডিজিটাল সেবার পরিধি আরও বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার থেকে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন সব থানায় অনলাইনে সকল ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হচ্ছে।
সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশের সেবা সহজ ও জনবান্ধব করতে নেওয়া ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পূর্বে শুধু হারানো ও পাওয়ার সংক্রান্ত বিষয়ে অনলাইন জিডি করার সুযোগ থাকলেও এখন থেকে সব ধরনের জিডি অনলাইনে করার সুযোগ থাকছে।
এই সেবার আওতায় ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের ১৩৪টি থানা যুক্ত হচ্ছে। এর আগেই সিলেট রেঞ্জ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানা সমূহ এই সেবার আওতায় ছিল।
অনলাইন জিডি করতে ব্যবহারকারীদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে একবারের জন্য নিবন্ধন করতে হবে। নিবন্ধন বা জিডি ফাইল করার সময় কোনো সহায়তা প্রয়োজন হলে ২৪ ঘণ্টা চালু হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করা যাবে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনায়েত হক সাগর জানান, জনগণের জন্য পুলিশের সেবা সহজলভ্য করতে কাজ করছে বাংলাদেশ পুলিশ। অনলাইন জিডি সেবা ভবিষ্যতে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকায়ও চালু করা হবে বলে জানান তিনি।