গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিনের চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) থেকে ছাড়া পেয়েছেন।
পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, বিকেল ৪:৩০টার দিকে নুর হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন।
তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও নুর এখনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না। তিনি আরও চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে ভর্তি হবেন।
নুর ২৯ আগস্ট তার পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় বহুসংখ্যক আঘাত পান। প্রথমে তাকে ওয়ান-স্টপ এমার্জেন্সি সেন্টার (OSEC)-এ চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (ICU) স্থানান্তর করা হয়। অবস্থার স্থিতিশীল হওয়ার পর তিনি ICU থেকে সরানো হয়।
নুরের চিকিৎসা একটি ছয় সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়।