ঢাকার আদালত রবিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপূর্ব পালকে (২৩) কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। পুলিশ আগে অভিযুক্তকে আদালতে হাজির করে তার হেফাজত চেয়ে আবেদন করেছিল।
উল্লেখযোগ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। মিডিয়া ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থীর বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়, জানিয়েছেন পাবলিক রিলেশনস অফিসের পরিচালক সৈয়দ মনসুর হাশিম।
গত ৪ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আপূর্ব পাল কোরআন অবমাননার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তিনি কোরআন পুথি কারো হাত থেকে ছুড়ে ফেলে মাটিতে পা দিয়ে দাপটে যাচ্ছেন। ভিডিওটি তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেন।
পুলিশের বক্তব্য অনুযায়ী, অভিযোগের প্রমাণ ও সাক্ষ্য রয়েছে যে অভিযুক্ত কোরআন অবমাননায় জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদে আপূর্ব পাল স্বীকার করেছেন যে তিনি মুসলমানদের ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। দলের সাধারণ সম্পাদক বলেছেন, “এটির পেছনে দেশের অস্থিতিশীলতার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতিকারীর হাত থাকতে পারে। সরকার বিষয়টি তদন্ত করে কোন ষড়যন্ত্র আছে কিনা তা বের করা উচিত এবং থাকলে আইনের আওতায় আনা উচিত।”