বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম খেলায় হেরে গেলেও আত্মবিশ্বাস হারাননি নেদারল্যান্ডসের ডানহাতি ব্যাটার নোয়া ক্রুস। তিনি মনে করেন, নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে দল ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।
রবিবার দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্রুস বলেন, “আমরা মনে করি দলে দারুণ বিশ্বাস আছে। আগের ম্যাচ থেকে ভালো কিছু শিক্ষা নিয়েছি। আমরা বিশ্বাস করি, সেরা ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া সম্ভব। তাই সিরিজ জয়ের সম্ভাবনা এখনো আছে।”
টি২০ ক্রিকেটে বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর আগে ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে একবারই জিতেছে ডাচরা, ২০১২ সালে। সে সময় একমাত্র সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর ফের সিরিজ খেলতে নেমে প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৯ বল হাতে রেখে আট উইকেটে জিতে এগিয়ে গেছে।
প্রথম ম্যাচের পর ক্রুস বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দেন। তিনি বলেন, “ক্রেডিট বাংলাদেশের বোলিং আক্রমণের। তারা স্পষ্ট পরিকল্পনা নিয়ে খেলেছে। আমাদের জন্য বিষয়টা হচ্ছে নিজেদের পরিকল্পনা আরও ভালোভাবে বাস্তবায়ন করা।”
তিনি আরও যোগ করেন, “অভিজ্ঞতা অমূল্য। বাংলাদেশি খেলোয়াড়দের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের জন্য বড় সম্পদ। এটা আমাদের পারফরম্যান্স উন্নত করতে সহায়তা করবে।”
প্রথম ম্যাচে বাংলাদেশের পেস আক্রমণ ছিল বড় পার্থক্য। তাসকিন আহমেদ চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন। তাঁকে সমর্থন দেন মুস্তাফিজুর রহমান (৪-০-১৯-১) ও শরিফুল ইসলাম (৪-১-৩০-০)। এ প্রসঙ্গে ক্রুস বলেন, “তারা সবাই দারুণ মানের বোলার। প্রত্যেকের ভিন্ন ভিন্ন দক্ষতা আছে। তাদের বিপক্ষে খেলা আমাদের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা। এখনো দুই ম্যাচ বাকি, সুযোগ আছে নিজেদের পরীক্ষা করার।”