চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম শুক্রবার বলেন, সরকারের ওপর স্থানীয় বা আন্তর্জাতিক কোনো চাপ নেই যাতে বহিষ্কৃত আওয়ামী লীগ (এল) নির্বাচনে অংশ নেয়।
মাগুরা সদর উপজেলার নবগঙ্গা নদীর তীরে জুলাই স্মৃতিসৌধে ফুলের পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন বারবার জানিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।
শফিকুল আলম বলেন, সবাই জিজ্ঞেস করছে, জুলাই ও আগস্টের সময় শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার জন্য আওয়ামী লীগ দায়িত্ব স্বীকার করছে কি না। “এতো মৃত্যুর পরও আওয়ামী লীগ কোনো অনুশোচনা দেখায়নি,” তিনি উল্লেখ করেন।
আগের নির্বাচনের উদাহরণ তুলে তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষার জন্য রেপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার (আরপিও) সংশোধন করা হচ্ছে, যাতে একক প্রার্থী থাকলেও ভোটারদের ‘না’ ভোট দেওয়ার বিকল্প থাকে।
২০১৪ সালের একপক্ষীয় নির্বাচনের কথা স্মরণ করে শফিকুল আলম বলেন, তখন ১৫৪ জন আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যা সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল।
তিনি পুনরায় জানান, সকল রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার ব্যাপারে একমত হয়েছে এবং জুলাই চার্টার সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে স্বাক্ষরিত হয়েছে।
স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার আবদুল কাদের, সদর থানার অফিসার ইনচার্জ আয়ুব আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
