Monday, July 14, 2025
Homeরাজনীতিনারীদের সংরক্ষিত আসন ও সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে এখনো একমত নয় রাজনৈতিক...

নারীদের সংরক্ষিত আসন ও সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে এখনো একমত নয় রাজনৈতিক দলগুলো

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রস্তাবিত বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা, মঙ্গলবার আবার বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, সংরক্ষিত নারী আসন এবং সংসদের উচ্চকক্ষ গঠন—এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য অর্জিত হয়নি।

সোমবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার ত্রয়োদশ দিনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আলী রিয়াজ বলেন, “সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে সব দল ১০০ আসন নির্ধারণে সম্মত হলেও পদ্ধতি নিয়ে মতভেদ রয়েছে।”

তিনি জানান, কমিশন ইতিপূর্বে দুটি বিকল্প প্রস্তাব দিয়েছিল। একটিতে ছিল সংসদে দলীয় আসন অনুযায়ী ১০০ আসন বরাদ্দ করা, অন্যটিতে সরাসরি নির্বাচন। তবে কোনোটির ক্ষেত্রেই একমত হয়নি দলগুলো।

এ প্রেক্ষিতে কমিশন নতুন একটি বিকল্প প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ সংশোধন করে ভিন্নভাবে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।

তিনি বলেন, “যেসব দল ২৫টির বেশি আসনে প্রার্থী মনোনয়ন দেবে, তাদের কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী প্রার্থী রাখতে হবে।”

সংসদের উচ্চকক্ষ গঠন নিয়েও আলোচনা চলছে। কমিশন দুটি প্রস্তাব দিয়েছে এবং দলগুলো থেকেও কিছু প্রস্তাব এসেছে। আলী রিয়াজ বলেন, “এ বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আলোচনা অব্যাহত থাকবে।”

সোমবারের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গনঅধিকার পরিষদসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

আগামী মঙ্গলবার এই আলোচনার পরবর্তী দফা অনুষ্ঠিত হবে বলে জানান আলী রিয়াজ।

RELATED NEWS

Latest News