Monday, November 10, 2025
Homeআন্তর্জাতিকঘন কুয়াশায় নয়টি কুয়েতি বিমান জরুরি অবতরণ করল ইরাকে

ঘন কুয়াশায় নয়টি কুয়েতি বিমান জরুরি অবতরণ করল ইরাকে

কুয়েতের আকাশে দৃশ্যমানতা কমে যাওয়ায় বসরার আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয় বিমানগুলো

ঘন কুয়াশার কারণে কুয়েতের আকাশে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নয়টি কুয়েতি বিমান রোববার জরুরি অবতরণ করেছে ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে। বিষয়টি নিশ্চিত করেছে ইরাকি বিমানবন্দর কর্তৃপক্ষ।

ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানান, এসব ফ্লাইট আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার “সেকেন্ড ফ্রিডম অব দ্য এয়ার” বিধানের আওতায় অবতরণ করে। এই বিধান অনুযায়ী, কারিগরি বা নিরাপত্তাজনিত কারণে কোনো বিমানের পূর্বানুমতি ছাড়াই অবতরণের অনুমতি দেওয়া যায়।

সব নয়টি বিমান নিরাপদে অবতরণ করে, কোনো দুর্ঘটনা ঘটেনি বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দক্ষিণ বসরা, কুয়েত উপকূল এবং ইরানের আহওয়াজ অঞ্চলে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ায় আকাশপথে স্বাভাবিক বিমান চলাচল ব্যাহত হয় এবং দৃষ্টিসীমা মারাত্মকভাবে হ্রাস পায়।

ইরাকি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব বিমানবন্দর নির্ধারিত ও অনির্ধারিত উড্ডয়ন ও অবতরণ সামলাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বসরা আন্তর্জাতিক বিমানবন্দর নয়টি কুয়েতি বিমানের অবতরণ ও যাত্রী স্থানান্তরের সব কার্যক্রম নিয়মিত ফ্লাইটের সঙ্গে সমন্বয় করে সফলভাবে সম্পন্ন করে।

RELATED NEWS

Latest News