Sunday, October 19, 2025
Homeখেলাধুলাক্রিকেটঅস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারে ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করলেন নিগার সুলতানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারে ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করলেন নিগার সুলতানা

দুই মূল বোলারের অনুপস্থিতি ও ব্যাটিংয়ে অস্থিরতাই হার ডেকে এনেছে বলে মত বাংলাদেশ অধিনায়কের

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় পরাজয়ের পর দলের ব্যাটিং ব্যর্থতা ও দুই মূল বোলারের অনুপস্থিতিকেই হারার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৯৮ রানে অলআউট হয়। শুরুটা ভালো হলেও পরের দিকে ব্যাটারদের ধারাবাহিকতা হারিয়ে ফেলে দল। জবাবে অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলি ও ফিবি লিচফিল্ড সহজেই লক্ষ্য তাড়া করে ২৫ ওভারেই ১০ উইকেটে জিতে নেয় ম্যাচটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, “আমরা ভালো শুরু করেছিলাম, পাওয়ারপ্লেতে একটা উইকেটও পেয়েছিলাম। কিন্তু পরে পার্টনারশিপ গড়তে পারিনি। এই কন্ডিশনে আরও রান করা উচিত ছিল। ব্যাটিং ইউনিট হিসেবে ধারাবাহিক না থাকা আমাদের ব্যর্থতার কারণ। দুই স্ট্রাইক বোলারের অনুপস্থিতিও অনুভূত হয়েছে।”

তিনি আরও জানান, দলটি কিছু পরিবর্তন পরীক্ষা করেছে, যেখানে রুবিয়া হায়দার উইকেটকিপিংয়ের দায়িত্বে ছিলেন। জ্যোতির ভাষায়, “আমরা মাঝে মাঝে নতুন কিছু চেষ্টা করি। আজ বোলারদের জন্য খারাপ দিন ছিল, তবে তারা এর আগেও ভালো করেছে। আমি বিশ্বাস করি আমরা এর চেয়ে ভালো খেলতে পারি।”

আগামী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জ্যোতি বলেন, “এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। শেষ দুই ম্যাচে আমাদের সামনে অনেক ইতিবাচক দিক আছে, সেগুলো কাজে লাগাতে চাই।”

RELATED NEWS

Latest News