এখন থেকে ১৬ বছর বয়সী নাগরিকরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে হারানো এনআইডি তুলতে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, “সম্প্রতি নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ১৬ বছর বয়সে পৌঁছালে এনআইডি নিবন্ধনের সুযোগ মিলবে। এতে প্রাথমিক তথ্য আগে থেকে সংরক্ষণ করা সম্ভব হবে।”
আখতার আহমেদ জানান, এনআইডি এখন শিক্ষা, ব্যাংক হিসাব খোলা, বিদেশে পড়াশোনা, চিকিৎসা গ্রহণসহ নানা সেবার জন্য অপরিহার্য। কিন্তু অনেক নাগরিক কাগজপত্র অসম্পূর্ণ থাকায় সমস্যায় পড়েন। নতুন নিয়মে ১৬ বছর বয়স থেকেই আবেদন করার সুযোগ থাকায় এ ধরনের সমস্যা অনেকটা কমবে।
হারানো এনআইডি প্রসঙ্গে তিনি বলেন, “আগে নতুন কার্ড পেতে হলে জিডি করতে হতো। এ নিয়ম বাতিল করা হয়েছে। এতে সময় ও ঝামেলা দুটোই কমবে। নাগরিকরা এখন সরাসরি দ্বিতীয় কার্ড তুলতে পারবেন।”
ইসি সূত্র জানায়, চলমান এনআইডি সংশোধন ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে মোট আবেদন জমা পড়ে ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এই উদ্যোগে নাগরিকদের ভোগান্তি অনেক কমেছে। নির্বাচন কমিশন দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করতে কাজ করছে।