Saturday, August 2, 2025
Homeখেলাধুলাক্রিকেটস্যান্টনারের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারাল নিউজিল্যান্ড

স্যান্টনারের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারাল নিউজিল্যান্ড

প্রথম টেস্টে তৃতীয় দিনেই ৯ উইকেটে জয়, স্যান্টনার নিলেন চার উইকেট

বাঁহাতি স্পিনে ঝড় তুলে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। শুক্রবার প্রথম টেস্টের তৃতীয় দিনেই ম্যাচ শেষ করে দিল কিউইরা। মিচ স্যান্টনার নিলেন ৪ উইকেট।

হার এড়াতে জিম্বাবুয়ের দরকার ছিল ১৫৮ রান, কিন্তু তারা অলআউট হয় ১৬৫ রানে। ফলে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৮ রান। ওপেনার ডেভন কনওয়ে চার মেরে শুরু করলেও নিউম্যান নিয়ামহুরির বলে বোল্ড হন। এরপর হেনরি নিকোলস বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন।

জিম্বাবুয়ে দিনের খেলা শুরু করে ৩১ রান দুই উইকেটে হারিয়ে। সকালে দ্রুত আউট হন নিক ওয়েলচ ও নাইটওয়াচম্যান ভিনসেন্ট মাসেকেসা। উইল ও’রউর্ক তাদের ফিরিয়ে দেন।

অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস (৪৯) ও ক্রেইগ আারভাইন (২২) পঞ্চম উইকেটে ৫৭ রান জুটি গড়েন। কিন্তু লাঞ্চের আগেই স্যান্টনার ও ম্যাট হেনরি দুইজনকেই আউট করেন।

বিরতির পর সিকান্দার রাজা ও নিয়ামহুরিকেও দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। পরে উইকেটকিপার তাফাজওয়া সিগা (২৭) ও পেসার ব্লেসিং মুজারাবানি (১৯) নবম উইকেটে ৩৬ রান যোগ করেন। শেষ পর্যন্ত স্যান্টনার তাদের দুজনকেই ফেরান।

নিউজিল্যান্ড ম্যাচের শেষদিকে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে। পেসার নাথান স্মিথ বৃহস্পতিবার ব্যাটিংয়ের সময় পেটের চোট পান এবং ও’রউর্ক সকালবেলার স্পেলের পর আর বল করতে পারেননি।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট একই ভেন্যুতে শুরু হবে আগামী বৃহস্পতিবার। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

RELATED NEWS

Latest News