শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজে অশিক্ষক কর্মচারী নিয়োগের নতুন নিয়ম চালু করেছে। এতে পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির ক্ষমতা বাতিল করা হয়েছে।
রবিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটির শিরোনাম ছিল “Guidelines for Recruiting Non-Teaching Staff at Entry Level in Private Schools and Colleges”। এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে জেলা প্রশাসক নেতৃত্বাধীন সুপারিশ কমিটি। প্রতিটি জেলায় সংশ্লিষ্ট কমিটির নেতৃত্ব দেবেন ডিসি।
এর আগে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগ বোর্ডের দায়িত্বে ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা ম্যানেজিং কমিটির সভাপতি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩) সায়েদ এজেড মোরশেদ আলী বলেন, “নতুন নিয়মে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির আর কোনো ক্ষমতা থাকবে না। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।”