ঢাকা, ২৯ মে, ২০২৫ (ডেপ্রবা) : নেপালে ভিসা কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। দেশটির প্রধান বিরোধী দল সিপিএন (মাওবাদী)-এর ছাত্র সংগঠন কাঠমান্ডুতে বিক্ষোভ মিছিল করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।
বিক্ষোভকারীরা অভিযোগ তুলেছে, ভিজিট ভিসার আড়ালে বিদেশে অবৈধভাবে লোক পাঠাতে বড় আকারের র্যাকেট পরিচালনা করা হচ্ছে, যার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ সিআইএ (দুর্নীতি দমন কমিশন)-এর অভিযানে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসে তল্লাশি চালায় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে।
২২ মে পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগের প্রধান ও এক যুগ্ম সচিবকে আটক করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ইমিগ্রেশন কর্মকর্তারা ঘুষ নিয়ে অবৈধভাবে বিদেশে মানুষ পাঠানোর অনুমোদন দিচ্ছিলেন।
এদিকে বিরোধী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন, ততক্ষণ তারা সংসদের কার্যক্রমে বাধা দেবে এবং সরকার ও ক্ষমতাসীন দলের নেতাদের কথা বলতে দেবে না।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
তবে ক্ষমতাসীন নেপালি কংগ্রেস পার্টি জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি জড়িত নন, তাই তার পদত্যাগের কোনো যৌক্তিকতা নেই। এখন পর্যন্ত মন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের করা হয়নি।
বিশ্লেষকরা বলছেন, ভিসা কেলেঙ্কারি নিয়ে জনমনে ক্ষোভ ক্রমেই বাড়ছে এবং সরকার এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হতে পারে।