Wednesday, September 10, 2025
Homeআন্তর্জাতিকনেপালে সহিংস বিক্ষোভে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেওবা আক্রান্ত

নেপালে সহিংস বিক্ষোভে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেওবা আক্রান্ত

দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে উত্তাল কাঠমান্ডু, নিহত ২১

নেপালে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। এ অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেওবা ক্ষুব্ধ বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় তাকে ঘিরে রেখেছে প্রতিবাদকারীরা। পরে তাকে লাথি ও ঘুষিও মারা হয়।

৬৩ বছর বয়সী আরজু রানা দেওবার ওপর এই হামলার ঘটনাটি দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি রক্ত মুছছেন এবং চারপাশে বিক্ষোভকারীরা মোবাইলে তা ধারণ করছে।

প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২১ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়েছেন। কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি বিরাজ করছে। তরুণ-তরুণীরা রাস্তায় নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে লিখেছেন, “দুর্নীতি বন্ধ করো, সামাজিক যোগাযোগমাধ্যম নয়”, “সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করো”, “যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে”। সামাজিক যোগাযোগমাধ্যমেও হ্যাশট্যাগ #NepoKid, #NepoBabies, এবং #PoliticiansNepoBabyNepal ছড়িয়ে পড়েছে।

গত শুক্রবার ফেসবুক, ইউটিউব ও এক্সসহ ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্মে প্রবেশ বন্ধ করে দেয় সরকার। এর পর থেকে বিক্ষোভ নতুন মাত্রা পায়।

আরও পড়ুন: নেপালের সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রতিবাদকারীরা দাবি করছেন, রাজনীতিকদের পরিবারের বিলাসী জীবনযাপন এবং সাধারণ মানুষের আর্থিক কষ্টের বৈষম্যই ক্ষোভের অন্যতম কারণ। টিকটকসহ বিভিন্ন মাধ্যমে এসব বিলাসী জীবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ তীব্র হয়।

বিশ্লেষকরা বলছেন, এ অস্থিরতা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং ২০০৬ সালের গণআন্দোলনের চেয়েও সহিংস হয়ে উঠছে। সে সময়ের আন্দোলনে নেপালের রাজাকে কর্তৃত্ববাদী শাসন ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।

বর্তমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ছে, তবে প্রতিবাদকারীরা দুর্নীতির অবসান ও সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • নেপাল

RELATED NEWS

Latest News