জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে তাদের দল অংশ নেবে না যদি জুলাই সনদের বাস্তবায়ন না হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জুলাই মাসব্যাপী গণআন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, “যদি নির্বাচন পূর্বে জুলাই সনদের সুপারিশ বাস্তবায়ন না হয়, তবে আমরা নির্বাচন বর্জন করব।”
তিনি আরও জানান, ‘বৈষম্য ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে সড়ক মার্চ কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে এনসিপি।
সেই কর্মসূচি বৃহস্পতিবার দেশের উত্তরের অঞ্চল থেকে শুরু হয়েছে এবং তা পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়বে বলে জানান তিনি।
ছাত্রবিষয়ক সংগঠন ‘স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন’-এর সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালনকারী নাহিদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পতনের পরও তাদের দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না আমাদের লক্ষ্য পূরণ হয়।”
এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ ২৯ জুন জানান, গত বছর ১৬ জুলাই সব রাজনৈতিক দলের ঐকমত্যে তৈরি হওয়া খসড়ার ভিত্তিতে শিগগিরই জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে আশাবাদী তিনি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আগেই বলেছিলেন, নতুন বাংলাদেশ পরিচালিত হবে এই জুলাই সনদের ভিত্তিতে।
অন্তর্বর্তী সরকারের ইচ্ছা অনুযায়ী, এই সনদ হবে গণতন্ত্রে উত্তরণের এক ‘ম্যাগনা কার্টা’। রাজনৈতিক দলগুলো এ সনদে স্বাক্ষরের মাধ্যমে জাতির প্রতি প্রতিশ্রুতি দেবে যে তারা এতে উল্লিখিত সংস্কারগুলো বাস্তবায়ন করবে।
তবে এখনও পর্যন্ত কমিশন জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেনি, যদিও আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে রমজানের আগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।