Wednesday, July 9, 2025
Homeরাজনীতিভারতীয় আধিপত্যবিরোধী রাজনীতিতে অটল থাকার ঘোষণা দিল এনসিপি

ভারতীয় আধিপত্যবিরোধী রাজনীতিতে অটল থাকার ঘোষণা দিল এনসিপি

আবরার ও শহীদদের স্মৃতিতে কুষ্টিয়ায় পদযাত্রা, স্বাধীন রাজনীতির শপথ নাহিদ ইসলামের

ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) কনভেনার নাহিদ ইসলাম। মঙ্গলবার কুষ্টিয়া শহরের বড় বাজার থেকে শুরু হওয়া একটি পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জুলাই গণআন্দোলনের চেতনায় দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “আমার ভাইয়েরা কুষ্টিয়ার মাটিতে শহীদ হয়েছেন। এই মাটি রক্তে ভেজা। এখানেই ঘুমিয়ে আছেন আবরার ফাহাদ। দেশ ও আধিপত্যবিরোধী মত প্রকাশ করায় তাঁকে চিহ্নিত অপরাধী সংগঠন ছাত্রলীগ হত্যা করেছিল। আমরা সেই আবরার ফাহাদের উত্তরসূরি। আমরা শহীদ ইয়ামিনের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি।”

তিনি বলেন, “শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ ও শহীদ ইয়ামিন—তাঁদের পথেই জনগণ আশার আলো খুঁজেছে। বাংলাদেশে বন্ধুত্বনির্ভর রাজনীতির স্বপ্ন তারা দেখিয়েছে। আমরা সেই রাজনীতির ধারাকে বাঁচিয়ে রাখব।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়েছি, আবরারের পথ ধরে লড়েছি। কোনো রাজনৈতিক দল যদি এই আধিপত্যের দাসত্ব গ্রহণ করে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমরা বলেছি, দাসত্ব নয়, চাই স্বাধীনতা। ভারতীয় দাসত্ব থেকে মুক্ত হয়েছি। সামনে বাংলাদেশকে সম্মানজনক ও স্বাধীনভাবে দাঁড় করাব। আমরা আমাদের রাষ্ট্র ও রাজনীতিকে নতুনভাবে গড়ব। এই বার্তা আমাদের দিয়েছেন আবরার ফাহাদ ও শহীদ ইয়ামিন।”

এর আগে দুপুর ১টা ২০ মিনিটে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। সেখানে আবরারের বাবা-মাও উপস্থিত ছিলেন।

পরবর্তীতে দলীয় পদযাত্রা মেহেরপুরের দিকে অগ্রসর হয়।

নাহিদ ইসলামের বক্তব্য ও এনসিপির এই পদক্ষেপ দেশের আধিপত্যবিরোধী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুক্তচিন্তা ও স্বাধীনতার পক্ষে তরুণদের মধ্যে একটি শক্তিশালী বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টাই তাদের এই কর্মসূচির মূল লক্ষ্য।

RELATED NEWS

Latest News