গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে বুধবার রাতে রাজধানীর কাওরান বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা উত্তরের সমন্বয়ক আক্রাম হোসেন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন, যার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
আক্রাম হোসেন বলেন, “গোপালগঞ্জে আমাদের ওপর হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল। এটা প্রমাণ করে যে পুলিশ বাহিনীর ভেতরে এখনো ফ্যাসিবাদী সহযোগীরা সক্রিয়। তাদের সংস্কার না করলে ন্যায়বিচার সম্ভব নয়।”
এ সময় তিনি ঘোষণা দেন, বৃহস্পতিবার ঢাকার প্রতিটি থানার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে সকল গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলকে এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
এর আগে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শুরু হয় বাংলামোটরস্থ দলীয় কার্যালয় থেকে। মশাল হাতে শতাধিক কর্মী স্লোগানে স্লোগানে কাওরান বাজারের দিকে অগ্রসর হন।
মিছিলে উচ্চারিত স্লোগানগুলোর মধ্যে ছিল “অস্থায়ী সরকার চুপ কেন?”, “এক এক করে লীগকে ধর”, “আবু সায়েদ-মুগ্ধা, যুদ্ধ এখনো শেষ নয়”।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ঢাকা দক্ষিণের নেতা ফয়সাল মাহমুদ, উপপ্রধান সমন্বয়ক সাইফুল্লাহ হায়দার এবং ঢাকা উত্তরের যুগ্ম সমন্বয়ক মোস্তাক আহমেদ শিশির।
এনসিপি নেতারা বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জের ঘটনার বিচার না হলে, আন্দোলন আরও ছড়িয়ে পড়বে বলেও তারা হুঁশিয়ারি দেন।
তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াই থেমে থাকবে না, এই সংগ্রাম গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।