Sunday, July 6, 2025
Homeবিনোদনঠাকুরগাঁওয়ে এনসিপির প্রতিবাদ সমাবেশ, জনগণই ন্যায় ও সংস্কারের শক্তি বলে জানালেন নাহিদ...

ঠাকুরগাঁওয়ে এনসিপির প্রতিবাদ সমাবেশ, জনগণই ন্যায় ও সংস্কারের শক্তি বলে জানালেন নাহিদ ইসলাম

সার্বিক বৈষম্যের প্রতিবাদে ন্যাশনাল সিটিজেন পার্টির সমাবেশ, ৬৪ জেলায় গণসাক্ষাতের ঘোষণা

ঠাকুরগাঁওয়ে এক জনসমাবেশে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই বাংলাদেশ শেখ হাসিনার নয়, এটি জনগণের বাংলাদেশ। দেশের ন্যায়বিচার, সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নে জনগণই এনসিপির একমাত্র শক্তি।

শুক্রবার অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের সমাবেশে তিনি বলেন, “সীমান্ত হত্যা যে কোনো মূল্যে বন্ধ করবো। আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমরা শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়নের কথা বলি না। ঠাকুরগাঁওয়ের মতো প্রান্তিক জেলাগুলোও একই কাতারে আসলেই প্রকৃত উন্নয়ন সম্ভব।”

তিনি আরও বলেন, “আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সায়েদের কবর জিয়ারত করে এই যাত্রা শুরু করেছি। এই যাত্রা থামবে না। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কোনো গণনিপীড়ন থাকবে না।”

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “ঠাকুরগাঁও দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। কৃষি, শ্রম, শিক্ষা ও স্বাস্থ্যখাতেও এই অঞ্চল উপেক্ষিত। কৃষক ন্যায্য দাম পান না, শ্রমিক পান না সঠিক মজুরি।”

এনসিপির উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক সারজিস আলম বলেন, “জুলাই গণজাগরণে তরুণরা যে আশার প্রদীপ জ্বালিয়েছিল, তা আজও বাস্তবায়ন হয়নি। ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি এখনও অধরা। এ জন্য আমরা ৬৪ জেলায় যাব, জনগণের কথা শুনে গড়ে তুলবো গণতান্ত্রিক ইশতেহার।”

তিনি জানান, “শহীদ আবু সায়েদের কবর থেকে শুরু হওয়া এই যাত্রায় প্রায় সব কেন্দ্রীয় নেতাই অংশ নিয়েছেন। জুলাই সনদ ও সংস্কারের সংগ্রামে আমরা কোনোভাবেই পিছু হটবো না।”

ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় বৈষম্য, সীমান্ত হত্যা ও স্থানীয় জনগণের অধিকারবঞ্চনার প্রতিবাদ তুলে ধরেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

RELATED NEWS

Latest News