Saturday, July 19, 2025
Homeরাজনীতিনারায়ণগঞ্জে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে এনসিপির ক্ষোভ, পুনরায় গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে এনসিপির ক্ষোভ, পুনরায় গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জে রাজনৈতিক কর্মসূচিতে হামলার প্রতিবাদে এনসিপি নেতার হুঁশিয়ারি, ‘পুনরায় গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিন’

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) কনভেনর নাহিদ ইসলাম। তিনি সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়ে বলেন, “গত রাতে জুলাই মার্চ কর্মসূচির তোরণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই গণজোয়ার থামাতে অপরাধীরা আগুন দিয়েছে। আমরা জানি, গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে কতগুলো খুন হয়েছে। তাহলে এখনো আইনশৃঙ্খলা কেনো স্বাভাবিক হলো না? সরকারের কাছে এর জবাব চাই।”

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় এনসিপির জুলাই মার্চ কর্মসূচির এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ খবর নিশ্চিত করেছে বাংলা ট্রিবিউন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এই মাফিয়া ব্যবস্থার অংশ হব না। এই পুরনো খেলা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল—আমরা রক্ত দিয়েছি। খেলায় পরিবর্তন আনতে হবে। নারায়ণগঞ্জে এখনো খেলা চলছে। এটা বন্ধ না হলে আবার গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুত হোন।”

তিনি বলেন, “এই রাষ্ট্র যেভাবে চলে, নারায়ণগঞ্জ তার সবচেয়ে বড় উদাহরণ। এখানে বংশানুক্রমিক রাজনীতি, মাফিয়া শাসন আর গডফাদারতন্ত্র একাকার হয়েছে। কয়েকটি পরিবার বহু বছর ধরে এই জেলা নিয়ন্ত্রণ করছে। এই ব্যবস্থাকে ধ্বংস করতে হবে।”

জুলাই মাসে যারা আহত হয়েছেন, তাদের পরিবার এখনো হুমকির মধ্যে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। “মামলা যারা করেছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জে সন্ত্রাসের যে আশ্রয়স্থল তৈরি হয়েছে, আমরা তা ভেঙে ফেলবো।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাতওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ও সামন্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে ২ নম্বর গেট হয়ে চাষাড়ায় গিয়ে শেষ হয় এনসিপি নেতাকর্মীদের একটি মিছিল।

নাহিদ ইসলাম ও দলের নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, জনগণের রক্ত নিয়ে রাজনীতি না করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, তারা আবারো গণজোয়ারের ডাক দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

RELATED NEWS

Latest News