Tuesday, July 8, 2025
Homeরাজনীতিজাতি পুনর্গঠনে কোনও আপস নয়, নাটোরে এনসিপি নেতা নাহিদের ঘোষণা

জাতি পুনর্গঠনে কোনও আপস নয়, নাটোরে এনসিপি নেতা নাহিদের ঘোষণা

‘জুলাই বিপ্লবে যেভাবে ফ্যাসিবাদ উৎখাত করেছি, তেমনি দেশ গড়ব ঐক্যবদ্ধভাবে’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার নাটোর শহরের মাদ্রাসা মোড় (স্বাধীনতা চত্বর) এলাকায় এক সমাবেশে জাতি পুনর্গঠনের অঙ্গীকার ঘোষণা করেছেন। তিনি বলেন, “ফ্যাসিবাদ উৎখাতের মতোই নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামেও আপস হবে না। আমরা জনগণের অধিকার রক্ষায় রাজপথেই থাকব।”

সোমবার দুপুরে আয়োজিত এ সমাবেশে তিনি দাবি করেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিবাদ পতনের পরও যদি আমরা শিক্ষা না নিই, তাহলে সামনে ভয়ংকর বিপদ অপেক্ষা করছে।”

তিনি আরও বলেন, “আমরা কোনও ষড়যন্ত্র বা বিলম্ব মেনে নেব না। আমরা যেমন তখন আপস করিনি, এখনো করব না। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আহ্বান জানাই।”

জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করে নাহিদ বলেন, “আমার ভাই ও বোনেরা এই বিপ্লবে শহীদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগকে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। এজন্য আমরা জুলাই চার্টার চাই। শহীদদের স্বীকৃতির মাধ্যমেই হবে প্রকৃত জাতি পুনর্গঠন।”

নাটোর প্রসঙ্গে তিনি বলেন, “এই জেলায় উন্নয়নের অনেক গল্প শোনা গেলেও বাস্তবে কিছুই নেই। মানসম্পন্ন কলেজ নেই, গ্যাস সরবরাহ নেই। আমরা এখানে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে চাই। চাঁদাবাজি ও সন্ত্রাসের স্থায়ী অবসান ঘটাতে হবে।”

তিনি আরও দাবি করেন, “জুলাই বিপ্লবে নাটোরের ছাত্র, সাধারণ মানুষ ও শিক্ষক সমাজ রাজপথে নেমে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে। সেই ঐক্যই জাতি গঠনের পথ দেখাবে।”

সমাবেশে উপস্থিত দলের নেতা-কর্মীরা নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।

RELATED NEWS

Latest News